rockland bd

যশোরের শার্শায় ভ্রাম্যমান নার্সারির উদ্যোগে বিনামুল্যে গাছ বিতরণ

0

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি

নির্মল বায়ুু বাড়ায় আয়ু, দুষিত বায়ুু কমায় আয়ু, জীবনের জন্য বন ও পরিবেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শার্শা উপজেলায় ভ্রাম্যমান নার্সারির উদ্যোগে উদ্ভাবক ও পরিবেশ গবেষক বাংলাদেশ (শার্শার) কৃতি সন্তান মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় শার্শা উপজেলা কলেজে বৃক্ষ নীধন রোধে পরিবেশ রক্ষায় মানববন্ধন পালন করা সহ ছাত্র -ছাত্রী, সাধারণ জনগণ ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি চারা গাছ বিতরণ করা হয়েছে।

গতকাল সকাল সাড়ে ১১ টার সময় যশোরের শার্শা উপজেলা কলেজ প্রাঙ্গনে এই চারা গাছ বিতরন করা হয়। এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার পূলক কুমার মণ্ডল, বিশেষ অতিথী শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরেদৗস, শার্শার ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাধারন সম্পাদক সোহারার হোসেন, বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্রাস্ট শার্শা উপজেলা শাখা আসাদুজ্জামান, রিপোর্টাস ক্লাব শার্শা উপজেলার সাধারন সম্পাদক এম.এ. রহিম, সভাপতি ইউনানী কবিরাজী হোমিও চিকিৎসক এসোঃ শার্শার ডা.ওবায়দুল কাদির, সার্বিক সহযোগীতায় ছিলেন কবিরাজ আবু হানিফ হিলারসহ প্রমুখ । অনুষ্ঠানে সাড়ে ৩শ’ ফলজ, বনজ, ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
রাতুল/৪/২/১৯

Comments are closed.