rockland bd

মধুখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ বছরের শিশুর মৃত্যু

0

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি-


ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে ৬ বছরের এক শিশুর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে । সে উপজেলার পশ্চিম আড়পাড়া গ্রামের মোঃ ফজল শেখের পুত্র মোঃ তাজিম শেখ(৬)।

পারিবারিক সুত্রে জানা গেছে খেলার সময় ভুল করে বিদ্যুতের তার প্লাগে ঢুকিয়ে দিলে দুইভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাজিম শেখের মৃত্যু হয় এবং বড় ভাই তামিম (৭) বেঁচে যায়।

বাংলাটুডে২৪/শাহজাহান হেলাল/আর এইচ

Comments are closed.