rockland bd

বেনাপোল সীমান্তে গাজাঁসহ পাচারকারী আটক

0


জেলা প্রতিনিধি, যশোর (বাংলাটুডে) :

যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে ভারত থেকে পাচার হয়ে আসা ২ কেজি গাঁজাসহ আকাশ (২৪)নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সীমান্তবর্তী সাদিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আকাশ বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে গাঁজার একটি চালান এনে যশোরে নেওয়া জন্য সাদিপুর সীমান্তে একটি বাগানে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার মনির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ আকাশ নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয় ।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সোহেল রানা/এবিএস

Comments are closed.