rockland bd

বি. চৌধুরীকে বাদ দিয়ে হচ্ছে ঐক্য প্রক্রিয়া

0

নিজস্ব প্রতিবেদক, ঢাকা-


বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে বাদ দিয়েই হচ্ছে বৃহত্তর জাতীয় ঐক্য। এসবের চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই আজ শনিবার রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে সকাল থেকে শুরু হওয়া বৈঠক এখনও চলছে। এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় ঐক্য প্রক্রিয়ার এক শীর্ষ নেতা। তিনি জানান, বি. চৌধুরী ও মাহী বি. চৌধুরীকে জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়া না হওয়ার বিষয়ে ভাঙন দেখা দিয়েছে বিকল্পধারায়। এরই মধ্যে কেন্দ্রীয় নেতাদের একটি অংশ জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি জেলার নেতারা জাতীয় ঐক্য প্রক্রিয়ায় অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে বিকল্পধারায় ভাঙন অনিবার্য হয়ে পড়েছে। এমনটা নিশ্চিত করেছেন বিকল্প ধারার মধ্যম সারির এক নেতা।

এদিকে আজ বিকেলে রাজধানীর বেইলি রোডে ড. কামালে হোসেনের বাসায় বৈঠকের কথা থাকলেও বৈঠক করতে এসে ফিরে গেছেন যুক্তফ্রন্ট ও বিকল্প ধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী।

ফিরে যাওয়ার পূর্বে মাহী চৌধুরী এই ঘটনার নিন্দা জানান। তিনি জানান, একটি মহল জাতীয় ঐক্য চায় না। ফলে এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে সন্ধ্যায় বিকল্প ধারার বারিধারা অফিসে সংবাদ সম্মেলন করার কথাও জানিয়েছেন।

শনিবার ড. কামাল হোসেনের চেম্বারে শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল ইসলাম, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ওই বৈঠকে উপস্থিত আছেন।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে বিক্ষাভ; নির্বাচন কমিশন ঘেরাও ও সরকারকে আলটিমেটাম দিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ; রাষ্ট্রপতি, নিবার্চন কমিশন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার মতো বেশকিছু বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা চলছে বলে জানিয়েছেন গণফোরাম ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার কয়েকজন নেতা।

বৈঠক থেকে বের হয়ে সন্ধ্যা ৬টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় সংবাদ সম্মেলন করবেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা। ওই সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে গণমাধ্যমে জানানো হবে। গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত বড়ুয়া এই প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন। ওই বৈঠকে যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বাংলাটুডে২৪/আর এইচ

Comments are closed.