rockland bd

বিয়ের আসরে যা দেখালেন দুই ফিটনেস কোচ

0

বিয়ের আসরে বর-কনের পুশ-আপ। (ছবি: নিউজ এইটিনের সৌজন্যে)

বিটি২৪ বিনোদন ডেস্ক

বিয়ে মানেই মজা, হাসি খুশি। যে কোনও বিয়ে বাড়িতে অনেক ধরনের মজার ঘটনা দেখতে পাওয়া যায়। কোনও ঘটনা সেই মুহূর্তে অস্বস্তিকর মনে হলেও পরে দেখলে হাসির ফোয়ারা চলে দৃশ্য ঘিরে। বিয়ের অনুষ্ঠানে ঘটনা নানা ঘটনা এর আগেও ভীষণ আলোচিত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ঘটনার ভিডিও ছড়িয়ে যাওয়ায় তা দেখেছেন দুনিয়ার নানা প্রান্তের মানুষ। সম্প্রতি ভারতে এমন আরেকটি বিয়ের ভিডিও তুমুল আনন্দ জুগিয়েছে ইন্টারনেটে।

জানা গেছে, দেশটির একই এলাকার দুই ফিটনেস কোচের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে তা গড়ায় বিয়েতে। বিয়ের দিনে অনুষ্ঠানে বর-কনের পোশাক পরে আসেন তারা। স্বাভাবিক বিয়ের অনুষ্ঠান শেষে দর্শকদের অনুরোধে এবার তারা সবাইকে অবাক করে দেন। স্টেজে বিয়ের ভারি পোশাকেই দুজন পাশাপাশি পুশআপ করতে থাকেন। তাদের ভিডিও তুমুল আনন্দ জুগিয়েছে নেটিজেনদের মধ্যে। নিউজ 18

/টিএন/

Comments are closed.