rockland bd

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু চালু হচ্ছে মঙ্গলবার

0

বিদেশ ডেস্ক-
আগামী মঙ্গলবার চালু হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু হংকং-ঝুঝাই-ম্যাকাও সেতু। এই সেতুর দৈর্ঘ ৫৫ কিলোমিটার । চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে দি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা গতকাল এই খবর দেয়।

চীনের সরকারি কর্মকর্তারা জানান, সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে আগামী ২৪ শে অক্টোবর তারিখ। পার্ল নদীর লিংডিংইয়াং এলাকায় তৈরি করা এই সেতুটি হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সেতু।

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসেতুটি ৩৪ মাইল লম্বা (৫৫ কি.মি.) এ সেতু হংকং, ম্যাকাও ও চীনের মূল ভূখণ্ডকে যুক্ত করবে। সর্পিল রোড ক্রসিং এবং পানির নিচের একটি সুড়ঙ্গও এ সেতুর অন্তর্ভুক্ত। সেতুটি নির্মাণে যে ৪,২০,০০০ টন লোহা লেগেছে, তা দিয়ে ৬০টি আইফেল টাওয়ার বানানো যেত।

সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০০৯ সালে। এতে বহু কোটি ডলার অর্থ ব্যয় হয়। এই সেতু চালু হলে পার্ল নদীর বদ্বীপ এলাকার শহরগুলির মধ্যে যাতায়াত সহজতর হবে।

বাংলাটুডে২৪/এবিএস

Comments are closed.