rockland bd

বিএনপির জনসভা শনিবার

0

স্টাফ রিপোর্টার-


আগামী শনিবার বিএনপির জনসভার তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে জনসভার তারিখ বৃহস্পতিবার ঠিক করা থাকলেও দুদিন পিছিয়ে দেওয়ার কথা দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজধানীর নয়াপল্টনে মঙ্গলবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জনসভার নতুন তারিখ জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘২৯ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনসভা সফল করার জন্য আহ্বান জানানো হচ্ছে।’

এর আগে গতকাল সোমবার দলের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার কথা বলা হয়েছিল। তবে কেন জনসভার তারিখ পিছিয়ে দেওয়া হলো, সে সম্পর্কে কিছু বলা হয়নি।

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে রুহুল কবির রিজভী বলেন, ‘অসুস্থ দেশনেত্রী চরম স্বাস্থ্যঝুঁকিতে। তাঁকে যখন অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়, তখন তাঁর আগের রোগগুলো নিয়ন্ত্রণে ছিল, তিনি অসুস্থ ছিলেন না।

বাংলাটুডে২৪/আর বি

Comments are closed.