rockland bd

নতুন হাসির বোমা নিয়ে আবার আসছে হাউসফুল

0

বিনোদন, এবেলা.ইন


সোমবার অক্ষয় কুমার টুইট করে জানালেন, তাঁরা আবার ধামাল করতে চলেছেন, কারণ ‘হাউসফুল ৪’-এর শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।

নতুন হাসির বোমা নিয়ে আবার আসছে হাউসফুল


‘হাউসফুল ৪’-এর শ্যুটিং শুরু হয়ে গেল লন্ডনে। সম্প্রতি অক্ষয় কুমার নিজে টুইট করে সেকথা জানিয়েছেন তাঁর ফ্যানদের। ‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট’-এর প্রযোজনায় এই ছবি পরিচালনা করবেন পরিচালক সাজিদ খান। ছবির মুখ্য চরিত্রে থাকছেন অক্ষয় কুমার, ববি দেওল, রীতেশ দেশমুখ। ছবিতে নায়িকা হিসেবে থাকছেন কৃতি শ্যানন ও পূজা হেগড়ে।

এর আগে হাউসফুল ফ্র্যাঞ্চাইজির সব ছবিই বক্সঅফিসে সাফল্য পেয়েছে। বলিউডে ইদানীং দেখা গিয়েছে, কমেডি ছবি বক্সঅফিসে সাফল্য পেলেই সেই ছবি নিয়ে পর পর সিকোয়েল তৈরি হচ্ছে। সোমবার অক্ষয় কুমার টুইট করে জানালেন, তাঁরা আবার ধামাল করতে চলেছেন, কারণ ‘হাউসফুল ৪’-এর শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।

প্রসঙ্গত বলা যায়, প্রায় অনেকদিন পর আবার কমেডি ছবি করতে চলেছেন অক্ষয় কুমার। গত কয়েক বছর বেশির ভাগই সামাজিক ইশ্যু নিয়ে ছবি করছেন অক্ষয়। এবার আবার কমেডি ছবিতে ফিরছেন অক্ষয়। যে সেক্টরে অভিনেতা বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছিলেন, সেই জনারে আবার অক্ষয়কে দেখতে পেয়ে খুশি হবে তাঁর ফ্যানেরা।

বাংলাটুডে২৪/এইচ এ

Comments are closed.