rockland bd

দেবীগঞ্জে শারীরিক ভাবে নাজুক ও বঞ্চিত প্রবীণদের মাঝে বিশেষ সহায়তা

0


মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শারীরিকভাবে নাজুক ও বঞ্চিত প্রবীণদের মাঝে বিশেষ সহায়তার আলোকে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের আরডিআরএস এনজিও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় হুইল চেয়ার,ছাতা,ওয়াকিং স্টিক ও কমোড চেয়ার বিতরণ হয়।
বৃহস্পতিবার সকালে দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাটে আরডিআরএস অফিসের সামনে ৬২জন শারীরিক ভাবে নাজুক ও বঞ্চিত প্রবীণদের মাঝে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল রাজ্জাক,দেবীডুবা ইউনিয়নের আরডিআরএস এর প্রতিনিধি রেজাউল করিম, ইউসুফ আলম, আশরাফুল প্রমুখ।

এবিএস

Comments are closed.