rockland bd

ঢাকা মেডিকেল চত্বরে অ‌্যাম্বুলেন্স চাপায় শিশুসহ নিহত ২

0

বাংলাটুডে২৪ ডেস্ক :
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে একটি অ্যাম্বুলেন্সের চাপায় এক শিশুসহ দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালের প্রবেশপথে পুলিশ বক্সের সামনে আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘মানব সেবা’ নামে কোম্পানির ফাঁকা ওই অ‌্যাম্বুলেন্সটি হাসপাতাল চত্বরে ঢুকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত একজনের নাম সাকিব (৭), বাবার নাম ফেরদৌস, তার বাড়ি পটুয়াখালীর রাঙাবালির বাইজদা এলাকায়। অন্যজনের পরিচয় জানা যায়নি, তার বয়স আনুমানিক ৪৫ বছর।
নিহত ব্যক্তি ফাঁড়ির সামনের রাস্তার পাশে বসে ভিক্ষা করতেন বলে স্থানীয়রা জানায়। শিশুটিসহ হতাহতরা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজন।
আহতরা হলেন, সজিব (৮), গুলেনুর বেগম (২২), রমজান, ও সূর্যি বেগম (৩৫)।
ওই অ্যাম্বুলেন্সের মালিক নাসির মিস্ত্রী। ওই সময় নাসিরের সহকারী সোহেল গাড়ি চালাচ্ছিল। সোহেলকে আটক করা হয়েছে।

Comments are closed.