rockland bd

জামাল খাশোগজি খুন হওয়ার ঘটনাটি একটি মারাত্মক ভুল : সৌদী পররাষ্ট্রমন্ত্রী

0

বিদেশ, বাংলাটুডে টোয়েন্টিফোর ডটকম

সৌদী আরব বলেছে ইস্তাম্বুলে সৌদী কন্সুলেটেরে ভেতরে সাংবাদিক জামাল খাশোগজি খুন হওয়ার ঘটনাটি একটি মারাত্মক ভুল। এর সংগে জড়িতদের কঠোর শাস্তি হবে।

সৌদী পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর রবিবার (২১ অক্টোবর) ফক্স নিউজে খাশোগজির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তবে কিভাবে কেনো তিনি মারা যান সে বিষয়ে নতুন কোনো তথ্য দেননি।

৫৯ বছর বয়সী ওয়াশিংটন পোস্ট কলামিস্ট খাশোগজি সম্পরকে তিনি বলেন এমন ঘটনা যে কোনো সরকারের কাছে অগ্রহনযোগ্য।

আর এইচ

Comments are closed.