rockland bd

গুরুদাসপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি-


নাটোরের গুরুদাসপুরে জোনাঈদ ইসলাম নামে দুই বছরের এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, আজ সোমবার দুপুরে উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর গোন্না পাড়ায় ওই ঘটনা ঘটে।

শিশুর মা জোবায়দা বেগম দুপুরে রান্না করতে গেলে শিশুটি বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুজির একপর্যায়ে প্রতিবেশীরা ওই পুকুরের পানিতে শিশুর লাশ ভেঁসে উঠতে দেখে। পরে লাশ উদ্ধার করা হয়। জোনাঈদ ইসলাম শিকারপুর গোন্না পাড়ার মোঃ সোহেল রানার ছেলে।

বাংলাটুডে২৪/আর এইচ

Comments are closed.