rockland bd

গুরুদাসপুরে জাতীয় পার্টির কমিটি গঠন

0

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি-


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে জাতীয় পার্টি ও সহযোগি সংগঠন গুলোকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। এরই আলোকে উপজেলা ও পৌর জাতীয় যুবসংহতি ও স্বেচ্ছাসেবক পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যুব সংহতির উপজেলা কমিটি ১১১ সদস্য বিশিষ্ট ও পৌর কমিটি ৫১ সদস্য বিশিষ্ট, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক ৮১ সদস্য বিশিষ্ট এবং পৌর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোবাবার বেলা ১১ টার দিকে চাঁচকৈড় বাজারস্থ এমপি পার্কে উপজেলা জাতীয় পার্টির কার্যালয় চত্বরে ওই কমিটি ঘোষনা করা হয়। এক পর্যায়ে সম্মেলণ স্থলে বিশাল জনসভায় পরিনত হয়।

পরে এমপি পার্ক থেকে একটি আনন্দ র‌্যালী চাঁচকৈড়-গুরুদাসপুর পৌর শহরের ছয় কিলোমিটার এলাকা প্রদক্ষিণ শেষে এমপি পার্কের সম্মেলণ স্থলে এসে শেষ হয়। সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক হাবিবুর রহমান সাগরের সভাপত্বিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ আবুল কাশেম সরকার। উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোর জেলা যুবসংহতি সভাপতি আব্দুস সাত্তার মিঠু, নাটোর জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খন্দকার সাইদুজ্জামান সাঈদ, গুরুদাসপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মোল্লা, পৌর জাতীয় পার্টির সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক নাদিম পারভেজ অপু, সাংগঠনিক সম্পাদক এসএম মাহবুবুর রহমান রফিক, সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার সরকার প্রমূখ।

বাংলাটুডে২৪/ডি এম দিলু/আর বি

Comments are closed.