rockland bd

কেমন আছেন বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া বাংলাদেশের নারী কর্মীরা

0

বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে যান বিপুল সংখ্যক কর্মী। এদের মধ্যে শ্রমিক পর্যায়ের কম শিক্ষিত মানুষগুলোর বেশিরভাগই মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদী আরব যান।

পুরুষের পাশাপাশি কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে নারী কর্মীরাও বিদেশে যাচ্ছেন। বাসাবাড়ীতে ছোটখাটো কাজ নিয়ে, মূলত গৃহকর্মী হিসেবে যাচ্ছেন তারা।

তাদের বিদেশযাত্রার মাধ্যমে দুটি বিষয়ে অগ্রগতি ঘটবে বলে বলা হয়েছিল। প্রথমত: কর্মসংস্থানে নারী-পুরুষের ব্যবধান কমবে এবং দ্বিতীয়ত: নারীর সক্ষমতা অর্জনের সুযোগ বাড়বে। তার কিছু কিছু হচ্ছেও; তবে নারীদের অনেক মূল্যও দিতে হচ্ছে। বিদেশে নানা বাধা, বিপদ ও প্রতিকুলতার মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে।

কেনো এমন হচ্ছে, এ অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় কি এসব নিয়ে আজকের আলোচনায় যোগ দিয়েছেন ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সৈয়দ তানভীর নাসরীন, এটিএন বাংলার বিশেষ সংবাদদাতা কেরাম উল্লাহ বিপ্লব এবং ওয়ারবির চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক। news Source : ভয়েস অফ আমেরিকা

Comments are closed.