rockland bd

কাতারের বিনিয়োগের ঘোষনায় বেড়ে গেছে তুর্কি লিরার দাম

0

বিদেশ, আল জাজিরা


তুরস্কের অর্থনীতিকে পুনরায় স্থিতিশীল করতে ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে কাতার। তাঁর এ ঘোষনার পরপরই বেড়ে যায় তুরস্কের মুদ্রা লিরার দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুর্কি ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর শুল্কারোপ দ্বিগুণের ঘোষণা দেয়ার পর লিরার দাম ব্যাপকভাবে পড়ে যায়।
বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে বৈঠকের পর কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি নতুন এ বিনিয়োগের এই ঘোষণা দেন।
গত কয়েকদিনে ডলারের বিপরীতে লিরার দাম প্রায় ৪৫ শতাংশ কমে যা। কাতারের ঘোষনায় সে পার্থক্য এখন মাত্র ৫ দশমিক ৭৫ শতাংশে কমে এসেছে।
এ বিনিয়োগের ঘোষণা প্রসঙ্গে হামিদ আল থানি জানান, তুরস্কের ভাইদের পাশে দাঁড়িয়েছি, একইসাথে মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে পাশে দাঁড়াবে কাতার।
এরদোগানের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কলিন এক সংবাদ সম্মেলনে জানান, কাতারের আমিরের এ সফরকে আমরা গুরুত্বের সাথে দেখছি। তুরস্কের দু:সময়ে কাতার আমাদের পাশে দাঁড়িয়েছে। কাতারের রাষ্ট্রদূত সালিম বিন মুবারাক আল শফি জানান, কাতারের সঙ্গে তুরস্কের সম্পর্কের গভীরতা এ সফরের মধ্যে দিয়ে উঠে এসেছে। এর আগে ২০১৬ সালের অভ্যুত্থানের সময় তুরস্কের পাশে ছিল কাতার। একইভাবে ভবিষ্যতেও তুর্কিদের পাশে থাবে কাতার।

বাংলাটুডে২৪/আর এইচ

Comments are closed.