rockland bd

উলিপুরে ভাইয়ের হাতে ভাই খুন

0

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই সাইফুল ইসলাম খন্দকার (৪৪) খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল দুপুরে উপজেলার সীমান্তবর্তী কাশিম বাজার এলাকায়।
নিহতের স্বজনরা জানায়, উলিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কাশিম বাজার লখিয়ারপাড় গ্রামের আব্দুল খালেক খন্দকারের পুত্র সাইফুল ইসলামের সাথে জ্যাঠাতো বড় ভাই নুরনবী খন্দকারের (৫৫) পারিবারিক জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে বিরোধপূর্ণ ১৫ শতাংশ জমি নিয়ে পারিবারিক মিটিং বসলে জ্যাঠাতো ভাইয়ের সাথে সাইফুল ইসলামের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে জ্যাঠাতো ভাই নুরনবী খন্দকার ও তার ভাগ্নে বিপুল, বিজুসহ কয়েকজন মিলে অতর্কিতভাবে সাইফুল ইসলামের উপর হামলা চালালে এ সময় তিনি গুরুত্বর আহত হন। চিকিৎসার জন্য উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইফুল ইসলামের চাচাতো ভাই আমিনুল খন্দকার (৪২), ভাতিজা মামুন খন্দকার (২৪), বাবু খন্দকার (১৮) বলেন, জমি-জমা নিয়ে পারিবারিক মিটিং চলাকালীন নুরনবী খন্দকার গং হঠাৎ করে হামলা চালিয়ে এ দূর্ঘটনা ঘটায়। নিহত সাইফুল ইসলাম খন্দকার ২ সন্তানের জনক। তিনি সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। পরিবারের পক্ষ থেকে হত্যকান্ডের ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম সরদার জানান, হাসপাতালে নেয়ার আগেই সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
রাকিব/৩০.০১.২০১৯

Comments are closed.