rockland bd

উত্তরখানে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

0

নিজস্ব প্রতিবেদক, ঢাকা-


রাজধানীর উত্তরখান বেপারি পাড়ার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনের ঘটনায় আরও একজন মারা গেছেন। নিহত সুফিয়ার (৫০) বাড়ি পাবনা জেলার বাঙ্গুরা গ্রামে।

আজ রবিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই ঘটনায় তিনজন মারা গেলেন।

ঢামেক সূত্র জানায়, নিহত সুফিয়ার শরীরের ৯৯ শতাংশই আগুনে পুড়ে গিয়েছিল।

শনিবার ভোর রাত ৪টায় উত্তরখান বেপারি পাড়া এলাকার ওই ভবনের নিচতলার গ্যাস পাইপলাইনের লিকেজে সৃষ্ট আগুনের ঘটনায় আটজন দগ্ধ হন।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ভবনটির বাসিন্দা দগ্ধ আজিজুল ইসলাম ও তার স্ত্রী মুসলিমা ওরফে উর্মি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ আরও একজন মারা গেলো।

বাংলাটুডে২৪/আর এইচ

Comments are closed.